শুভেন্দু অধিকারী বললেন '২০২৩ এর ২১ জুলাই পিসি ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের টাকার দরকার নেই', 'তাহলে এখন কান্না কাটি করে লাভ টা কী আছে?'
বাজেটে বাংলা বঞ্চিত অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন '২০২৩ এর ২১ জুলাই পিসি ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের টাকার দরকার নেই', 'তাহলে এখন কান্না কাটি করে লাভ টা কী আছে?' পাশাপাশি তিনি বললেন মেট্রো প্রকল্পের জন্য ৩০০০ কোটি পাবে রাজ্য।