এতদিন আদালতে নির্দেশে শিশু দত্তক নেওয়া যেত, এবার থেকে জেলাশাসকের নির্দেশেই শিশু দত্তক নেওয়া যাবে । নতুন আইনে রাজ্যে প্রথম এই দুই শিশু দত্তক দেওয়া হল
এতদিন আদালতে নির্দেশে শিশু দত্তক নেওয়া যেত, এবার থেকে জেলাশাসকের নির্দেশেই শিশু দত্তক নেওয়া যাবে । নতুন আইনে রাজ্যে প্রথম এই দুই শিশু দত্তক দেওয়া হল | একজনের বয়স নয় মাস ও অপরজনের বয়স প্রায় দুই বছর | এই শিশুকন্যাদের দত্তক নিলেন মালদহের দুই দম্পতি | ওই শিশুকন্যারা বেড়ে উঠেছে মালদা জেলা সমাজকল্যান দপ্তরের অধীনস্ত আবাসানে | ওই সমাজকল্যান দপ্তর গত ১০বছরে এমন ১৫৬জন শিশুকে মা ও বাবা খুঁজে দিয়েছেন | শিশুকন্যাদের নতুন বাবা মা দিতে পেরে যথেষ্ট খুশি মালদা জেলা শাসক নীতিন সিংহনিয়া