জমির বদলে চাকরির দাবিতে ফ্যাক্টরির গেটে বিক্ষোভ । বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারী ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে চরম উত্তেজনা, রণক্ষেত্রের আকার ধারন করে জামুড়িয়া ।
জমির বদলে চাকরির দাবিতে ফ্যাক্টরির গেটে বিক্ষোভ । বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারী ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে চরম উত্তেজনা, রণক্ষেত্রের আকার ধারন করে জামুড়িয়া । ঘটনাটি জামুড়িয়া শিল্প তালুকের গিরিধন মেটাল প্রাইভেট লিমিটেড নামক কারখানার | কারখানার ভিতর থেকে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ । ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বলে অভিযোগ ।