জেলা সফরে হিঙ্গলগঞ্জ গিয়ে অনেক স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু টাকি ভবনাথ বয়েজ স্কুলে পরীক্ষা চলছিল তাই মুখ্যমন্ত্রী স্কুলে প্রবেশ করেননি , তাই এবার তাদের জন্য কেক ফুল মিষ্টি পাঠালেন
জেলা সফরে হিঙ্গলগঞ্জ গিয়ে অনেক স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু টাকি ভবনাথ বয়েজ স্কুলে পরীক্ষা চলছিল তাই মুখ্যমন্ত্রী স্কুলে প্রবেশ করেননি , তাই এবার তাদের জন্য কেক ফুল মিষ্টি পাঠালেন | বসিরহাট পুলিশ সুপার ও টাকি পৌরসভার চেয়ারম্যান সহ অনান্যরা এদিন কেক ফুল মিষ্টি বিতরণ করেন | স্কুলগেটে ঢোকার মুখে প্রায় ৪০০ ছাত্রদের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া কেক ফুল মিষ্টি বিতরণ করা হয় | বড়দিনের আগে এমন উপহার পেয়ে ভীষণ খুশি ছাত্ররা |