‘জাকির বিড়ি শিল্পপতি। তিনি দোষ করলে অবশ্যই আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু, তিনি কেবল তৃণমূল কংগ্রেস করেন বলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করছেন! জাকিরের ২০ হাজার বিড়ি শ্রমিক রয়েছে। তাঁদের মাইনে দেবে কী ভাবে। কটা বিড়ি শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে?’
'জাকির বিড়ি শিল্পপতি। তিনি দোষ করলে অবশ্যই আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু, তিনি কেবল তৃণমূল কংগ্রেস করেন বলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করছেন! জাকিরের ২০ হাজার বিড়ি শ্রমিক রয়েছে। তাঁদের মাইনে দেবে কী ভাবে। কটা বিড়ি শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? কী ভাবে তাঁদের মাইনে দেবে? জাকির বুঝে নেবে ওদেরটা। জাকিরকে তো প্রাণে মারারও চক্রান্ত করা হয়েছিল। রোজ সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, কই দিল্লিতে পাঠাচ্ছে না তো। উত্তরপ্রদেশে অপরাধ হলে সেন্ট্রাল টিম যায় না। এখানে বিজেপিকে উঁই পোকা কামড়ালেই সেন্ট্রাল টিম চলে আসছে। মনে রাখবেন বদলা আমি নেব না, বদল আমি করবই।' বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়-এর