নদীয়ার ধুবুলিয়ায় উৎখাত হওয়া মানুষদের পাশে সুজন চক্রবর্তী। ‘নির্যাতন কত প্রকারের ধুবুলিয়া তার নিদর্শন। আমবাগান, ঈশ্বরপল্লী কলোনি এলাকা। এখানে ৪০-৫০ বছর ধরে বসবাসকারীদের রেল উৎখাত করেছে। এই জায়গা কলোনি নামে রেজিস্টার্ড, তবুও রেল উৎখাত করেছে’
নদীয়ার ধুবুলিয়ায় উৎখাত হওয়া মানুষদের পাশে সুজন চক্রবর্তী। 'নির্যাতন কত প্রকারের ধুবুলিয়া তার নিদর্শন। আমবাগান, ঈশ্বরপল্লী কলোনি এলাকা। এখানে ৪০-৫০ বছর ধরে বসবাসকারীদের রেল উৎখাত করেছে। এই জায়গা কলোনি নামে রেজিস্টার্ড, তবুও রেল উৎখাত করেছে। এমএলএ, এমপি-কে বলেছে তারা কিছু করল না। রেল এসে এদের ঘরবাড়ি ভেঙে দিল! এটা কি মামদোবাজি হচ্ছে নাকি?' জানালেন সুজন চক্রবর্তী।