রাজ্যের প্রতিটি স্কুলে বাধ্যতামূলক করতে হবে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি বাংলা পক্ষের

বাংলা ভাষা রাজ্যের সব স্কুলে বাধ্যতামূল করতে হবে। দাবি জনিয়ে বাংলা পক্ষের চিঠি ব্রাত্য বসুকে। আইন করার দাবি জানালেন গর্গ চট্টোপাধ্য়ায়।

 

বাংলার প্রতিটা স্কুলে বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই দাবি জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলের বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি স্কুলে বাংলাকে অপ্রয়োজনীয় ভাষার তমকা দিয়ে শিক্ষিকাকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল। তারপরই পরে আন্দোলনে নামে বাংলাপক্ষ। এবার শুধুমাত্র একটি স্কুলের জন্য নয়, গোটা রাজ্যেই বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা করার দাবিতে চিঠি দিল বাংলা পক্ষ।

অন্যান্য সব রাজ্যের মতো বাংলার সব স্কুলে দশম শ্রেণী পর্যন্ত একটি বিষয় হিসাবে বাংলা বাধ্যতামূলকের দাবি জানিয়ে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষ দীর্ঘদিন এই দাবি নিয়ে আন্দোলন করছে। ব্রাত্য বসু গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন, তিনি বেসরকারি স্কুল গুলোকে অনুরোধ করবেন যাতে তৃতীয় ভাষা হিসাবে বাংলা পড়ানো হয়৷ কিন্তু অনুরোধ কেন? বাংলা পক্ষর প্রশ্ন এখানেই। অন্যান্য সব রাজ্য বিধানসভায় বিল পাশ করে আইন করে স্কুলে তাদের ভাষা বাধ্যতামূলক করেছে। একই রকম ভাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও স্কুলে বাংলা বাধ্যতামূলকের বিল পাশ হোক, মাননীয় শিক্ষামন্ত্রীকে এই আবেদনই জানান গর্গ চট্টোপাধ্যায়। অনুরোধ করলে কোনো স্কুল শোনতে চায় না বলেও জানিয়েছেন তিনি। তবে সংগঠন কালিম্পং ও দার্জিলিং- এ বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার বিষয়ে কোনও দাবি জানায়নি। দুই জেলাকে বাদ রাখা হয়েছে।

Latest Videos

ভারতের অন্যান্য সব রাজ্যের সব স্কুলে সেই রাজ্যের মূল ভাষা বাধ্যতামূলক। সেটা ওড়িষ্যা হতে পারে, সেটা কর্ণাটক হতে পারে, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র হতে পারে- সবত্রই এক নিয়ম। এমনকি গুজরাটেও বিধানসভায় আইন করে গুজরাটি বাধ্যতামূলক করা হয়েছে। কেরালায় সব স্কুলে মালায়লম বাধ্যতামূলক।

২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের সব স্কুলে (যেকোনো বোর্ড, যেকোনো মাধ্যম) একটা বিষয় হিসাবে দশম শ্রেণী পর্যন্ত বাংলা বাধ্যতামূলকের ঘোষণা করেছিলেন। সকলেই সাধুবাদ জানিয়েছিল। ৬ বছর অতিক্রান্ত হলেও তা আজও কার্যকর হয়নি, এ কথা অত্যন্ত দু:খের বলেও জানিয়েছেন বাংলাপক্ষ। বাংলা পক্ষ আশা করে নিকট ভবিষ্যতে বাংলার বিধানসভায় বাংলা বাধ্যতামূলক করার জন্য বিল আনবে। আর তা পাশ করানো হবে। তাতে রাজ্যের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলেও দাবি বাংলা পক্ষর।

আড়িয়াদহের একটি বেসরকারি স্কুলে বাংলার শিক্ষিকাকে ছাঁটাই করা হয়েছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে প্রতিবাদ জানাল বাংলা পক্ষ। বাংলা আর বাঙালিদের পাশে থাকাই এই সংগঠের মূল উদ্দেশ্য। সংগঠনের অভিযোগ বাংলাকে অস্তিত্বহীন ভাষা বলা হয়েছে। তাই সংগঠনের প্রশ্ন বাংলা কি বিহার হয়ে গেছে , বাংলাতেই বাংলাকে অস্তত্বহীন ভাষার তকমা দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই মনোভাবের বিরুদ্ধে দাঁড়িয়েই প্রতিবাদ জানাচ্ছে বাংলা পক্ষ। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছিল এই সংগঠন। তারপরই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ শিক্ষিকাকে কাজে ফেরায় বাধ্য হয়ে। এই ঘটনাকে নিজেদের জয় হিসেবেই দেখে বাংলা পক্ষ। তারপর এবার আবার বাংলা ভাষার হয়ে সওয়াল করছে সংগঠন।

আরও পড়ুনঃ

Bangla Pokkho protest: আড়িয়াদহে স্কুলে বাংলা শিক্ষিকাকে ছাঁটাইয়ের প্রতিবাদ, আগামিকাল পথে নামছে বাংলা পক্ষ

বাংলা থাকছে স্কুলে, বাংলাপক্ষের সৌজন্যে চাকরি ফিরল আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের বাংলার শিক্ষিকার

বাংলার হলে দেখাতে হবে বাংলা সিনেমা, স্টার থিয়েটারের সামনে প্রতিবাদ কর্মসূচি বাংলা পক্ষর

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury