‘দুয়ারে ডেঙ্গি’, প্রতিদিন মশা মারার তেল ছড়ানো হচ্ছে দুয়ারে? এবার প্রশ্ন করুন কাউন্সিলরকে, এই পোস্টারে ছয়লাপ সোদপুর রেলওয়ে প্লাটফর্ম সাবওয়ে সহ একাধিক জায়গা । উঠছে প্রশ্ন ডেঙ্গি নিয়ন্ত্রণে পানিহাটি পৌরসভার ভূমিকা নিয়েও ।
‘দুয়ারে ডেঙ্গি’, প্রতিদিন মশা মারার তেল ছড়ানো হচ্ছে দুয়ারে? এবার প্রশ্ন করুন কাউন্সিলরকে, এই পোস্টারে ছয়লাপ সোদপুর রেলওয়ে প্লাটফর্ম সাবওয়ে সহ একাধিক জায়গা । উঠছে প্রশ্ন ডেঙ্গি নিয়ন্ত্রণে পানিহাটি পৌরসভার ভূমিকা নিয়েও । ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা | কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে তা বের করার চেষ্টা চলছে | পানিহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান জানান এখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম |