প্রথমে নিজের প্রাপ্ত ভোটের সম-সংখ্যক গাছ লাগানোর কথা জানালেও পরে তিনি জানান 'নোটা বাদ দিয়ে ঘাটালে যত ভোট পরেছে তত গাছ লাগাবো'। দেখুন কী বললেন দীপক অধিকারী।
ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। রবিবার ঘাটালের সবংয়ে এসে অভিনব ভাবনার কথা জানালেন দীপক অধিকারী তথা সুপারস্টার দেব। প্রথমে নিজের প্রাপ্ত ভোটের সম-সংখ্যক গাছ লাগানোর কথা জানালেও পরে তিনি জানান 'নোটা বাদ দিয়ে ঘাটালে যত ভোট পরেছে তত গাছ লাগাবো'। দেখুন কী বললেন দীপক অধিকারী।