সংসদের শেষ দিনের ভাষণেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উত্থাপন করলেন দেব। তৃণমূলের অভিনেতা সাংসদ এদিন ঘাটালের মানুষের সমস্যার সমাধানের কথাই তুলে ধরলেন ।
সংসদের শেষ দিনের ভাষণেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উত্থাপন করলেন দেব। তৃণমূলের অভিনেতা সাংসদ এদিন ঘাটালের মানুষের সমস্যার সমাধানের কথাই তুলে ধরলেন । পাশাপাশি তিনি জানান সাংসদ হিসেবে এটাই তাঁর শেষ দিন। তিনি সাংসদ থাকুক বা না থাকুক ঘাটাল তাঁর মনের মধ্যে চিরকাল থাকবে।