নদিয়ার কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবে মহালয়ার সন্ধেবেলাতেই উপচে পড়ল ভিড়। এবার এই ক্লাবের দুর্গাপুজোর থিম থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের অরুণ মন্দির।
নদিয়ার কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবে মহালয়ার সন্ধেবেলাতেই উপচে পড়ল ভিড়। এবার এই ক্লাবের দুর্গাপুজোর থিম থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের অরুণ মন্দির। মহালয়ার ভিড় ইঙ্গিত দিচ্ছে, এবার কল্যাণীতে দুর্গাপুজোর কয়েকদিন সব পথ গিয়ে মিশবে আইটিআই লুমিনাস ক্লাবে।