মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা কালীতলা গ্রামে এক দল শিয়াল আক্রমণ করে । পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছে, আতঙ্ক এলাকাজুড়ে ।
গ্রামে শিয়ালের দলের আক্রমনে আহত পাঁচ জন গ্রামবাসী | ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা কালীতলা গ্রামের | আহত পাঁচ জন গ্রামবাসীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় | প্রসঙ্গত সোমবার ভোর রাতে এক গ্রামবাসী গরুকে খাওয়ার দিতে গেলে এক দল শিয়াল আক্রমন করে | তাকে বাঁচাতে গেলে আরও চারজন আহত হয় | এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাজুড়ে | বনদপ্তরে খবর দেওয়া হলেও তারা গ্রামে যায়নি |