হালিশহরের মানুষের জন্য আরও সুন্দর করে সাজতে চলেছে ক্রেগ পার্ক । বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী নির্দেশে হালিশহর পৌরসভার প্রধান শুভঙ্কর ঘোষের তৎপরতায় এই পার্ক সাজতে চলেছে ।
হালিশহরের মানুষের জন্য আরও সুন্দর করে সাজতে চলেছে ক্রেগ পার্ক । বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী নির্দেশে হালিশহর পৌরসভার প্রধান শুভঙ্কর ঘোষের তৎপরতায় এই পার্ক সাজতে চলেছে । পৌরপ্রধান জানান নতুন নতুন ফুল গাছ বসানো হবে এই পার্কে | এছাড়াও একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্মিলিত ভাবে সৌন্দর্যায়নের পরিকল্পনা নিয়েছে |