লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জিতলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা হবে, ধূপগুড়িতে বললেন অভিষেক

ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে বড় প্রতিশ্রুতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । বললেন লোকসভা নির্বাচনে বিরোধীরা জিতলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা কমবে ।

ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে বড় প্রতিশ্রুতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । বললেন লোকসভা নির্বাচনে বিরোধীরা জিতলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা কমবে । গ্যাসের দাম কমিয়ে জনসমর্থন কুড়াতে চাইছে কেন্দ্র। তৃণমূলের জনজোয়ারের কথা তুলে ধরেন অভিষেক । কেন্দ্র উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ । 

03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর02:37অন্য স্ট্যান্ডে অটো রাখায় চরম বিবাদ! কপালে ইট লাঠি! চাঞ্চল্য কানিং-এ02:01তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, উল্লাসে মাতলেন শওকত মোল্লার অনুগামীরা06:33আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন অগ্নিমিত্রা05:14জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন শুভেন্দু
Read more