মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে চিকিৎসা করানোর সামর্থ্য নেই । তাই ওই তরুণীকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তার পরিবার ।
মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে চিকিৎসা করানোর সামর্থ্য নেই । তাই ওই তরুণীকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তার পরিবার। এমন অমানবিক চিত্র দেখল দক্ষিন দিনাজপুরের তপন থানার মির্জাপুর | এই ঘটনা নিয়ে সরব হয়েছে সমাজকর্মীরা | পরিবারের সদস্যদের দাবি, ভাগ্যের পরিহাস, কিচ্ছু করার নেই । প্রতিবেশীদের হাত থেকে মানসিক ভারসাম্যহীন তরুণীকে বাঁচাতে বেঁধে রেখেছেন |