বাঁকুড়ায় পড়ুয়াদের মিডডে মিল-এ বিছে! তুমুল উত্তেজনা, বিক্ষোভ গ্রামবাসীদের! বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ঘটনা। আস্ত বিছে সহ মিড ডে মিল পরিবেশন-এর অভিযোগ। মিড ডে মিলের ডালের মধ্যে পড়েছিল আস্ত বিছে।
বাঁকুড়ায় পড়ুয়াদের মিডডে মিল-এ বিছে! তুমুল উত্তেজনা, বিক্ষোভ গ্রামবাসীদের! বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ঘটনা। আস্ত বিছে সহ মিড ডে মিল পরিবেশন-এর অভিযোগ। মিড ডে মিলের ডালের মধ্যে পড়েছিল আস্ত বিছে। ঘটনা জানাজানি হতেই পলাতক স্কুলের প্রধান শিক্ষক। তুমুল বিক্ষোভ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের।