পুলিশ যদি বেশি প্রভু ভক্তি দেখায় সারারাত থানা জ্যাম করে রেখে দেব, তাঁরা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করছি, হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।
'পুলিশ যদি বেশি প্রভু ভক্তি দেখায় সারারাত থানা জ্যাম করে রেখে দেব', 'তাঁরা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করছি', 'তাঁরা রাজনীতি করতে এলে আমরাও রাজনৈতিক ভাবে তাদের মোকাবিলা করব' হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।