অভিনেত্রীর সাথে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। সূত্রের খবর অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টে মুহুরির কাজ করে।
অভিনেত্রীর সাথে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। সূত্রের খবর অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টে মুহুরির কাজ করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিনেত্রী বছর খানেক আগে আইনী সমস্যায় পড়েছিলেন। সেইসময় তার সাথে পরিচয় হয় অভিযুক্তের। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অভিনেত্রীর সাথে সম্পর্ক তৈরি করে ফারহাদ। ক্রমশ সম্পর্কও গাঢ় হয়। বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে লক্ষাধিক টাকা নিতেন অভিনেত্রীর কাছ থেকে। পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন অভিযুক্ত। এই ঘটনায় অভিনেত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।