Madhyamik Result: মায়ের কাছেই ফিজিক্স শেখা, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে চান মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী দেবদত্তা

Published : May 19, 2023, 11:02 AM ISTUpdated : May 19, 2023, 11:08 AM IST
Debdutta

সংক্ষিপ্ত

ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় দেবদত্তা। অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রতি বিশেষ ঝোঁক কৃতি ছাত্রীর।

মাধ্যমিকে প্রথম হলেন কাটোয়ার মেয়ে দেবদত্তা মাজি। জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৯৭ নম্বর পেয়ে প্রথম স্থানাধিকারী কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের ছাত্রী। জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রথম বড় সাফল্যে উচ্ছ্বসিত দেবদত্তার পরিবার। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় দেবদত্তা। অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রতি বিশেষ ঝোঁক কৃতি ছাত্রীর। মায়ের কাছেই পদার্থবিদ্যা পড়তেন বলে জানিয়েছেন দেবদত্তা। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতেন? প্রশ্নের জবাবে তিনি জানান দিনে ১০-১১ ঘন্টার বেশি পড়াশোনা করতেন না। পড়াশোনাই তিনি সবচেয়ে ভালোবাসেন বলেও জানিয়েছেন। নিজের এই সাফল্যের জন্য স্কুল শিক্ষকদের পাশাপাশি ধন্যবাদ জানালেন গৃহ শিক্ষক এবং পাথফাইন্ডার ইনস্টিটিউটকেও।

৭৬ দিনের মাথায় ফল প্রকাশিত হল মাধ্যমিকের। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৭ লক্ষ পরীক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। আজ দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থী। পর্ষদের তথ্য অনুযায়ী এবছর অনুর্তীর্ণ প্রায় ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

এবছর মাধ্যমিকে প্রথম হলেন, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাঝি। প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় হয়েছেন বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের শুভম পাল।

 

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু