আবারও বড়সড় সাফল্য পেল মালদা সিআইডি । গোপন সূত্রে খবর পেয়ে বালিয়াডাঙ্গার শেরশাহী এলাকায় হানা দিয়ে দুইজন যুবককে আটক করে সিআইডি ।
আবারও বড়সড় সাফল্য পেল মালদা সিআইডি । গোপন সূত্রে খবর পেয়ে বালিয়াডাঙ্গার শেরশাহী এলাকায় হানা দিয়ে দুইজন যুবককে আটক করে সিআইডি । তাদের তল্লাশি করে উদ্ধার হয় মাদক ও আগ্নেয়াস্ত্র । জানা যায় ধৃত দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা । ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে।