ডিসেম্বরে কল্পতরু নবান্ন, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও তিন প্রকল্পের জন্য সুখবর দিলেন মমতা

ডিসেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সুখবর পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও তিনটি প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Saborni Mitra | Published : Nov 22, 2024 4:49 AM IST
112
ডিসেম্বরেই কল্পতরু নবান্ন

ডিসেম্বর মাসেই কল্পতরু নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য থাকছে বড় খবর। আবাস যোজনার-সহ আরও একাধিক প্রকল্প নিয়ে নীরবতা ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

212
লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের সুখবর

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বৃহস্পতিবারই সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়ে দিলেন এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ান হয়েছে।

312
আবাস প্রকল্প

আবাস প্রকল্পের প্রথম কিস্তির বরাদ্দ ১৫-৩০ ডিসেম্বরের মধ্যে ছাড়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

412
লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও পাঁচ লক্ষ করা হল। একদিন প্রায় ২ কোটির মত মহিলা এই প্রকল্পের সুফল ভোগ করতেন। এবার সংখ্যাটা আরও বাড়ল।

512
ডিসেম্বর থেকেই টাকা

ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন নতুন ৫ লক্ষ উপভোক্তা। নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

612
চার প্রকল্পের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি

মমতা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আবাস প্রকল্প, বিধবা ভাতা আর বিশেষভাবে সক্ষমদের ভাতা প্রকল্পের সুবিধেভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

712
লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা

মমতা জানিয়েছেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে উপভোক্তা করা হয়েছে। যার কারণে উপভোক্তার সংখ্যার বেড়ে হয়েছে ২ কোটি ২১ লক্ষ।

812
লক্ষ্মীর ভাণ্ডার জন্য সরকারের খচর

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য এতদিন সরকারে খরচ হত ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। এবার তা বেড়ে হবে ৬২৫ কোটি টাকা।

912
বিধবা ভাতা

বিধবা ভাতা আরও ৪৩ হাজার ৯০০ জনকে দেওয়া হবে ডিসেম্বর থেকেই। এখন তাতে উপভোক্তা সংখ্যা ছিল ২০ লক্ষ ৩২ হাজার।

1012
বিশেষভাবে সক্ষম

বিশেষ ভাবে সক্ষম প্রায় সাড়ে সাত লক্ষ উপভোক্তা ভাতা পেতেন মোট ৯০০ কোটি টাকার। এখন আরও ১৯ হাজার নতুন উপভোক্তা তাতে যুক্ত হল।

1112
কৃষকবন্ধ প্রকল্প

নতুন কৃষকবন্ধু প্রকল্পে প্রায় ১.০৮ কোটি উপভোক্তাকে একটি কিস্তির ২৯৪৩ কোটি টাকা বরাদ্দে ছাড়পত্র দিয়েছে রাজ্য। এখনও পর্যন্ত এই প্রকল্পে এ বছর ৫৮৫৯ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত খরচ হয়েছে ২১ হাজার ১৩৪ কোটি টাকা।

1212
কৃষকদের মৃত্যুকালীন ক্ষতিপুরণ

কৃষকদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১.২৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে ২৫৪৪ কোটি টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos