বোলপুরে ট্রেন থামতেই হাত নাড়লেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, উচ্ছ্বাসে ফেটে পড়ল আমজনতা

মুখ্যমন্ত্রীকে দরজার কাছে দেখা মাত্রই হুড়মুড় করে এগিয়ে আসেন সকলে। মমতা নিজেও উদ্যোগী হয়ে তাঁদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। 

Web Desk - ANB | Published : May 3, 2023 3:03 PM IST / Updated: May 03 2023, 08:34 PM IST

৪ মে মালদহ ও মুর্শিদাবাদে প্রশাসনিক পর্যালোচনা সভা করার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে আজ সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মালদহ সফরে রওনা হয়েছেন তিনি। বুধবার তাঁর যাত্রাকালে বর্ধমানের পর কিছু ক্ষণ বোলপুর স্টেশনে দাঁড়িয়েছিল এই ট্রেন। ট্রেন থামতেই দরজায় দেখা গেল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এই উচ্ছ্বাসেই ফেটে পড়লেন বীরভূমের মানুষ। মমতার ছবি তুলতে ও একটিবার তাঁর সাথে হাত মেলানোর জন্য আগ্রহী হয়ে ওঠেন সকলেই। মানুষের উৎসাহ দেখে আবেগান্বিত হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী নিজেও।

বুধবার বিকেলেবেলা বোলপুরে ট্রেন থামার পরেই দরজার কাছে এসে দাঁড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই স্টেশন চত্বরে তাঁর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন দলের নেতা-কর্মী এবং সমর্থকরা। মুখ্যমন্ত্রীকে দরজার কাছে দেখা মাত্রই হুড়মুড় করে এগিয়ে আসেন সকলে। মমতা নিজেও উদ্যোগী হয়ে তাঁদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। স্টেশন থেকে তাঁর হাতে চপ-মুড়ি তুলে দেন জেলার নেতারা।

Latest Videos

এরপর ট্রেন থেকে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে অমর্ত্য সেনের হয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের উৎখাত করার নোটিসের বিরুদ্ধে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের তিনি নির্দেশ দেন, বিশ্বভারতীর সঙ্গে জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে যেন ভালো করে আন্দোলন সংগঠিত করা হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্‌হাকে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’র কাছে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আয়োজনও করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বুধবারও দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে অমর্ত্যের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে গিয়েছেন মমতা। এই বিষয়ে নির্দিষ্ট পরামর্শও দিয়েছেন চন্দ্রনাথ এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে। পরে স্টেশন থেকে ফেরার পথে এক জেলা নেতা বলেন, ‘‘অমর্ত্যবাবুর পাশে থাকার বার্তা দিয়েছেন দিদি। আগামী ৬ এবং ৭ তারিখ ভাল করে আন্দোলন করতে বলেছেন আমাদের। আমরা দিদির কথা মতোই আন্দোলন করব।’’

আরও পড়ুন-

স্কুটিতে সিটবেল্ট পরবেন কীভাবে? এই প্রশ্ন নিয়েই পুলিশকে ফাইন দিতে হল বিহারের কৃষ্ণকুমারকে
ভ্লাদিমির পুতিনকে ড্রোন হামলা করে মেরে ফেলার চেষ্টা! ইউক্রেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

চিন, পাকিস্তান, শ্রীলঙ্কা, সকলের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত, সংবাদমাধ্যমের স্বাধীনতায় অনুন্নতির শীর্ষে মোদীশাসিত দেশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা