'শীতবস্ত্র কই' ! মঞ্চে রেগে অগ্নিশর্মা মমতা, ডিএম-বিডিওকে ভর্ৎসনা, 'যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম' সভা থামিয়ে মঞ্চেই অপেক্ষা মুখ্যমন্ত্রীর।
'শীতবস্ত্র কই' ! মঞ্চে রেগে অগ্নিমূর্তি মমতা, ডিএম-বিডিওকে ভর্ৎসনা, 'যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম' সভা থামিয়ে মঞ্চেই অপেক্ষা মুখ্যমন্ত্রীর। ৫ হাজার কম্বল, ৫ হাজার চাদর ও ৫ হাজার সোয়েটার। কিন্তু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানস্থলে এসে হাজির হয়নি সেটা। মঞ্চ থেকে শীতবস্ত্র প্রদানের কথা জানিয়ে সেগুলো না পেয়ে মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা।