কেউ ২০ কিমি কেউ ৫০ কিমি কেউ আবার ১০০ কিমি পথ পাড়ি দিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য সমবেত হচ্ছে কচুয়া ধামে । অপ্রীতিকার ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর ।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩ তম জন্মতিথি । সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে বসিরহাটের কচুয়া ধামে । কেউ ২০ কিমি কেউ ৫০ কিমি কেউ আবার ১০০ কিমি পথ পাড়ি দিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য সমবেত হচ্ছে কচুয়া ধামে । অপ্রীতিকার ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর । বসানো হয়েছে সিসি ক্যামেরা । আকাশ পথে ড্রোন চালিয়েও নজরদারি রাখা হচ্ছে।