৭ দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, বুধবারের পর থেকে আবহাওয়ার বড় পরিরবর্তনের পূর্বাভাস

অবশেষে সাত দিন দেরিতে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার আগমণ। কবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২১ জুনের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।

 

Saborni Mitra | Published : Jun 19, 2023 6:16 PM
110
অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা

দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় পাকাপাকিভাবে বর্ষার প্রবেশ। জানাল আলাপুর হাওয়া অফিস। দুই ২৪ পরগনার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, হুগলি পূর্ব বর্ধমান ও কলকাতায় বর্ষার আগমণ।

210
কলকাতায় ৭ দিন পরে এস বর্ষা

আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা নির্ধারিত সময়ের প্রায় সাত দিন পরে এল বর্ষা। কলকাতায় বর্ষা আসার কথা ছিল ১২ জুন। কিন্তু বর্ষা এল ১৯ জুন।

310
১৯-২২ জুনের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে এই পাঁচ দিন গোটা রাজ্যেই বৃষ্টি হবে। কোথাও বেশি বৃষ্টি হবে । কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

410
উত্তরের তিন জেলায় লাল সতর্কতা

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার , জলপাইগুড়ি আর কোচবিহার তিনটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

510
দক্ষিণবঙ্গের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে মুর্শিদাবাদ , বীরভূম নদিয়া ও দুই ২৪ পরগনা। ২১ জুনের পর অর্থাৎ বুধবারের পরে দক্ষিণের জেলাতে বৃষ্টি আরও বাড়বে।

610
উত্তরবঙ্গে ২২ জুন পর্যন্ত পূর্বাভাস

উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে গত কয়েক দিন থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে ভূমিধসের সম্ভবনা রয়েছে। পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। চাষ আর ফুল চাষের ক্ষতি হতে পারে।

710
দার্জিলিং-এ বৃষ্টি

২৩ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমবে। কিন্তু বৃষ্টি হবে। তবে এরই মধ্যে দার্জিলিংএর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

810
উত্তরবঙ্গে থমকে ছিল বর্ষা

বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষার আগমন ঘটে। সেখানেই থেমে ছিল বর্ষা। সাত দিন পিছিয়ে দক্ষিণবঙ্গের বর্ষা।

910
বর্ষার আগমনে তাপমাত্রা নিম্নগামী

বর্ষার আগমণে দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। আগামী কয়েকদিন পরিস্থিতি এমনই থাকবে।

1010
বুধবার থেকে বৃষ্টি বাড়বে

আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি বাড়বে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos