৭ দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, বুধবারের পর থেকে আবহাওয়ার বড় পরিরবর্তনের পূর্বাভাস
অবশেষে সাত দিন দেরিতে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার আগমণ। কবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২১ জুনের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
Saborni Mitra | Published : Jun 19, 2023 12:46 PM IST
অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় পাকাপাকিভাবে বর্ষার প্রবেশ। জানাল আলাপুর হাওয়া অফিস। দুই ২৪ পরগনার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, হুগলি পূর্ব বর্ধমান ও কলকাতায় বর্ষার আগমণ।
কলকাতায় ৭ দিন পরে এস বর্ষা
আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা নির্ধারিত সময়ের প্রায় সাত দিন পরে এল বর্ষা। কলকাতায় বর্ষা আসার কথা ছিল ১২ জুন। কিন্তু বর্ষা এল ১৯ জুন।
১৯-২২ জুনের পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে এই পাঁচ দিন গোটা রাজ্যেই বৃষ্টি হবে। কোথাও বেশি বৃষ্টি হবে । কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরের তিন জেলায় লাল সতর্কতা
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার , জলপাইগুড়ি আর কোচবিহার তিনটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে মুর্শিদাবাদ , বীরভূম নদিয়া ও দুই ২৪ পরগনা। ২১ জুনের পর অর্থাৎ বুধবারের পরে দক্ষিণের জেলাতে বৃষ্টি আরও বাড়বে।
উত্তরবঙ্গে ২২ জুন পর্যন্ত পূর্বাভাস
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে গত কয়েক দিন থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে ভূমিধসের সম্ভবনা রয়েছে। পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। চাষ আর ফুল চাষের ক্ষতি হতে পারে।
দার্জিলিং-এ বৃষ্টি
২৩ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমবে। কিন্তু বৃষ্টি হবে। তবে এরই মধ্যে দার্জিলিংএর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে থমকে ছিল বর্ষা
বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষার আগমন ঘটে। সেখানেই থেমে ছিল বর্ষা। সাত দিন পিছিয়ে দক্ষিণবঙ্গের বর্ষা।