২০ ও ২১ ফেব্রুয়ারি ডিএ আন্দোলনের দিন কোনও শিক্ষাকর্মী স্কুলে অনুপস্থিত থাকতে পারবেন না, 'মাধ্যমিক পরীক্ষার জন্য' কড়া নির্দেশ পর্ষদের

এই ২ দিন সব স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আসতেই হবে বলে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। 

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে চলতি সপ্তাহের সোম এবং মঙ্গলবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাংশ। এর প্রত্যুত্তরে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। ২০ ও ২১ ফেব্রুয়ারি কাজে যোগ না দিলে ‘সার্ভিস ব্রেক’ হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এবিষয়ে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদও। এই ২ দিন সব স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আসতেই হবে বলে আদেশ দেওয়া হয়েছে।

ডিএ আন্দোলনকারীদের বিপক্ষে গিয়ে রবিবার মধ্যশিক্ষা পর্ষদ একটি নির্দেশিকা জারি করেছে যাতে স্পষ্ট বলা হয়েছে, আগামী ২১ ও ২১ ফেব্রুয়ারি অর্থাৎ সোম ও মঙ্গলবার সব স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে হবে। কোনওরকম ছুটি নেওয়া চলবে না। এমনকি ক্যাজুয়াল লিভ নেওয়াও যাবে না। তার ওপর, কোনও কর্মী আগে থেকে ছুটি নিয়ে থাকলে সেই ছুটিও বাতিল বলে গণ্য করা হবে।

Latest Videos

আসন্ন মাধ্যমিক পরীক্ষার কারণে শিক্ষকরা এই দু’দিন ছুটি নিতে পারবেন না বলে এই নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ২০ ও ২১ ফেব্রুয়ারি স্কুলে না এলে স্কুল কর্তৃপক্ষকে DI-এর কাছে রিপোর্ট দিতে হবে এবং DI-রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেবেন বলে নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

রবিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বারুইপুরে নিজের কেন্দ্রে স্কুল পরিদর্শনে গিয়ে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সোম ও মঙ্গল কর্মবিরতিতে যোগ না দেওয়ার আবেদন জানান। বকেয়া ডিএ-র দাবি ন্যায্য হলেও রাজ্য সরকারের বর্তমান অসহায় পরিস্থিতির কথা সরকারি কর্মীদের বোঝা উচিত বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আগামী ২০ ও ২১ তারিখ কর্মবিরতিতে অংশ নিলে সেটা বরদাস্ত করা হবে না এবং বিধানসভার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-
বাংলায় ফের ‘বঙ্গভঙ্গ’-এর প্রসঙ্গ, সোমবার বিরোধীদের নিয়েই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনার ডাক
গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তৃণমূল নেতার দেহ, পঞ্চায়েত ভোটের আগেই রক্তাক্ত বিষ্ণুপুর
ভারতে জ্বালানির দর আপাতত স্থিতিশীল, বঙ্গে কোন জেলায় আজ সবচেয়ে বেশি তেলের দাম?

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল