রবিবার ভোর হতে না হতেই পূর্ণার্থীদের ভিড় দেখা গেল মেদিনীপুরের কংসাবতী এবং সুবর্ণরেখা নদীতে । মকর সংক্রান্তির পূণ্য তিথিতে পূণ্যলাভের আশায় দলে দলে মানুষ ভিড় জমিয়েছে এখানে ।
ভোর রাত থেকেই ভিড় মেদিনীপুরের কংসাবতী এবং সুবর্ণরেখা নদীতে | মকর সংক্রান্তির পূণ্য তিথিতে পূণ্যলাভের আশায় দলে দলে মানুষ ভিড় জমিয়েছে এখানে | অন্ধকার থাকাতে থাকতেই পুণ্য স্নানের জন্য নদীতে ডুব দেয় পুন্যার্থীরা | মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা সতর্কতা | দূর্ঘটনা এড়ানোর জন্য নদী বক্ষে রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমও |