ট্রেন ধরতে ছুটে যান কামরার দিকে কিছু দৌঁড়ে দরজা খোলা আছে ভেবে ঝাঁপিয়ে পড়েন হাতল ধরে। আর এটা করতে গিয়েই মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি।
বন্দে ভারত ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলে। সেকথা সকলেই জানেন। এক যাত্রী সামান্য দেরিতে পৌঁছান স্টেশনে। ট্রেন ধরতে ছুটে যান কামরার দিকে কিছু দৌঁড়ে দরজা খোলা আছে ভেবে ঝাঁপিয়ে পড়েন হাতল ধরে। আর এটা করতে গিয়েই মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। রেল পুলিশের এক কর্মীর তৎপরতায় বেঁচে যান তিনি। হাওড়া স্টেশনের এই ভিডিওটি রীতিমতো ভাইরাল। সকলেই কুর্নিশ জানাচ্ছেন ওই পুলিশকর্মীকে।