রবিবারও ভোর হতে না হতেই পূর্ণার্থীদের ভিড় দেখা গেল গঙ্গাসাগরে। মকর সংক্রান্তির পূণ্য তিথিতে পূণ্যলাভের আশায় দলে দলে মানুষ ভিড় জমিয়েছে গঙ্গাবক্ষে। এই বছর দু'টি ভিন্ন পঞ্জিকা অনুযায়ী ১৪ ও ১৫ জানুয়ারি দু'দিনই পরেছে মরক সংক্রান্তি।
রবিবারও ভোর হতে না হতেই পূর্ণার্থীদের ভিড় দেখা গেল গঙ্গাসাগরে। মকর সংক্রান্তির পূণ্য তিথিতে পূণ্যলাভের আশায় দলে দলে মানুষ ভিড় জমিয়েছে গঙ্গাবক্ষে। এই বছর দু'টি ভিন্ন পঞ্জিকা অনুযায়ী ১৪ ও ১৫ জানুয়ারি দু'দিনই পরেছে মরক সংক্রান্তি। ফলে গতকাল থেকেই ভিড়ের দৃশ্য গঙ্গাসাগরে। আজও সেই চিত্রের বিশেষ পরিবর্তন হল না। তিথি অনুযায়ী আজও রয়েছে পূণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ। পূণ্যস্নানে অংশ নিতে দেশ বিদেশ থেকে পর্যটকদের ভিড় সাগরে।