প্রত্যন্ত এলাকার মানুষ অনেক কারনেই গঙ্গাসাগর যেতে পারেনা | কোনমতেই মকর সংক্রান্তির মতো পুণ্যতিথির পুণ্যস্নান থেকে বঞ্চিত হতে চাননি তারা, তাই রায়মঙ্গলের জলকেই কল্পগঙ্গা হিসেবে বেছে নিলেন তারা |
পুণ্যস্নানের জন্য মানুষের ঢল নামে গঙ্গাসাগরে | প্রত্যন্ত এলাকার মানুষ অনেক কারনেই গঙ্গাসাগর যেতে পারেনা | কোনমতেই মকর সংক্রান্তির মতো পুণ্যতিথির পুণ্যস্নান থেকে বঞ্চিত হতে চাননি তারা | তাই রায়মঙ্গলের জলকেই কল্পগঙ্গা হিসেবে বেছে নিলেন তারা | হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার সুন্দরবনের রায়মঙ্গল নদীতে কয়েক হাজার গ্রামবাসী ডুব দিয়ে স্নান করে পুণ্যলাভ করলেন |