বর্তমান যুগে বিজ্ঞান ভিত্তিক সভ্যতায় প্রাচীন সংস্কৃতি পিঠে পুলি বিপন্নতার মুখে | আর সেটাকে ধরে রাখতে বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ডের নবপল্লী পাড়ায় অভিনব প্রচেষ্টা পিঠে পুলির কর্মশালা |
শীতের আমেজে গোটা বাংলা মাতবে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যের ধারা বহনকারী পিঠে পুলি উৎসবে | বর্তমান যুগে বিজ্ঞান ভিত্তিক সভ্যতায় এই প্রাচীন সংস্কৃতি বিপন্নতার মুখে | আর সেটাকে ধরে রাখতে বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ডের নবপল্লী পাড়ায় অভিনব প্রচেষ্টা | খোলা আকাশের নিচে পিঠে পুলির কর্মশালা | বোর্ডে ছবি এঁকে খাতা কলমে চলছে রেসিপি শেখার পালা | উদ্যোক্তারা জানান প্রাচীন সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের লক্ষ্য |