সন্দেশখালি ইস্যুতে সরব প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মা অবশ্যই কাঁদছে। যার জন্ম হয়েছিল এই খানাকুলে।'
সন্দেশখালি ইস্যুতে সরব প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তৃণমূলের মা মাটি মানুষের স্লোগানের কথা উল্লেখ করে বলেন, তৃণমূল সন্দেশখালির মহিলাদের সঙ্গে কী করেছে। তিনি আরও বলেন মা মাটি মানুষের সরকার সমগ্র দেশকে দুঃখিত করেছে। তিনি বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মা অবশ্যই কাঁদছে। যার জন্ম হয়েছিল এই খানাকুলে।' তিনি আরও বলেন, তৃণমূলের নেতা সন্দেশখালিতে অবৈধ কাজ করেছে। সেখানের মহিলারা মমতা দিদির সাহায্য চেয়েছিল। তারপরই তিনি বলেন, বিজেপি নেতারা সন্দেশখালির মহিলাদের জন্য কাজ করেছেন আর লাঠির আঘাত খেয়েছেন।