মূল্যবৃদ্ধির আঁচে হাত পুড়ছে আমজনতার, আগামী মাস থেকেই দামি পাউরুটি, জানুন নতুন দাম

রবিবার পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলি জানিয়েছেন নভেম্বর মাসের ২০ তারিখ থেকেই দাম বাড়তে চলেছে পাউরুটির।

 

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে দাম বাড়ছে পাউরুটির। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন সাধারণ মানুষের সহজলভ্য ব্রেকফাস্ট পাউরুটি। এবার মূল্যবৃদ্ধির আঁচ পড়ল সেই পাউরুটিতেও। আগামী মাস থেকেই বাড়তে চলেছে পাউরুটির দাম। রবিবার এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের সংগঠন। তাঁদের ঘোষণা অনুযায়ী প্রতি ৪০০ গ্রাম পাউরুটিতে ৪ টাকা করে বাড়তে চলেছে দাম। আগামী ২০ নভেম্বর থেকেই কার্যকরী হবে এই দাম।

রবিবার পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলি জানিয়েছেন নভেম্বর মাসের ২০ তারিখ থেকেই দাম বাড়তে চলেছে পাউরুটির। মূলত কাঁচামালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি। বেকারি মালিক সংগঠন জানিয়েছে বেকারি শিল্পকে বাঁচাতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাঁরা। পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি এবং পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি যৌথ ভাবে বৈঠক করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Latest Videos

কত টাকা খরচ বাড়ল আমজনতার?

উল্লেখ্য , ২০ নভেম্বরের আগে কোনও পাউরুটিতে এই বর্ধিত দাম নেওয়া যাবে না বলেও জানিয়েছেন ইদ্রিস আলি। এই প্রসঙ্গে বিধায়ক বলেছেন, "পাউরুটি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন, ময়দা, চিনি, ঘি ইত্যাদির দাম আকাশছোঁয়া। বেকারি শিল্পকে বাঁচাতেই এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম।" পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "পেট্রল, ডিজেল থেকে শুরু করে সব কিছুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। এর জন্য উদাসীন কেন্দ্রীয় সরকার দায়ী। কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে বেকারি শিল্পের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। বহু বেকারি উঠে যাচ্ছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পাউরুটির দাম বাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।" প্রসঙ্গত, তিনি আরও দাবি করেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পাউরুটির দাম সবচেয়ে কম। গুজরাত, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশে ৪০০ গ্রাম পাউরুটির দাম ৩৬ থেকে ৫০ টাকা। কোথাও আবার তার থেকেও বেশি।

আরও পড়ুন-

অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা পেরিয়ে রবিবার সকালেও শীতের আমেজ বঙ্গে, আবহাওয়া দফতরের সাম্প্রতিক রিপোর্ট কী বলছে?

শালিমারে ছোট্ট দোকান থেকে দাউদাউ করে ছড়িয়ে পড়ল আগুন, ছট পুজোতেও অগ্নিকাণ্ড থেকে বাঁচল না বাংলা

জগদ্ধাত্রী পুজোতেও সারারাত মিলবে লোকাল ট্রেন, চন্দননগরের আলোকসজ্জা দেখতে আরও বাড়তে পারে যাত্রীদের ভিড়

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন