গ্রিন ট্রাইব্যুনালের রায় মেনে মহানন্দার বুক থেকে অস্থায়ী বেদী সরাতেই বিক্ষোভ, সরব মহানন্দা বাঁচাও কমিটিও

আসন্ন ছটপুজোর জন্য মহানন্দা নদীর উপর বালির বস্তা দিয়ে তৈরি অস্থায়ী বেদী তৈরি করা হয়েছিল। ঘটনার বিরোধিতায় সরব হয় মহানন্দা বাঁচাও কমিটি।

মহানন্দা নদীর বুক থেকে সরিয়ে দেওয়া হল ছটের বেদী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। মালবাজারের ঘটনার পর ছট পুজোয় মহানন্দা নদীতে বেদী তৈরি ঘিরে দানা বাঁধে বিতর্ক। অবশেষে গ্রিন ট্রাইব্যুনালের রায় মেনে রবিবার সরিয়ে দেওয়া হয় সেই বেদী। এরপরই পুলিশ ও পুরকর্মীদের ঘিরে ঘাটেই বিক্ষোভ দেখান পুণ্যার্থীরা। ছটের আগে পুলিশের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়ে পুণ্যার্থীরা।

আসন্ন ছটপুজোর জন্য মহানন্দা নদীর উপর বালির বস্তা দিয়ে তৈরি অস্থায়ী বেদী তৈরি করা হয়েছিল। ঘটনার বিরোধিতায় সরব হয় মহানন্দা বাঁচাও কমিটি। মালবাজারের ঘটনার পরেও কীভাবে মহানন্দা নদীর উপর এইভাবে অস্থায়ী বাঁধ বানানো হচ্ছে সেই বিষয় প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের দাবি কয়েকদিন আগেই মালবাজারের ঘটনার পরেও কেন শিক্ষা নিচ্ছে না প্রশাসন। মহানন্দা নদীর নদীর মাঝে ঘাট তৈরি করার পরও প্রশাসনিক নজরদারি নেই বলে অভিযোগ ওঠে।

Latest Videos

এরপর গ্রিন ট্রাইবুন্যালের রায়ে অনুযায়ী মহানন্দা নদীর উপর থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়ে পূণ্যার্থীরা। তাঁদের পুলিশের অনুমতি নিয়েই বেদী তৈরি করা হয়েছিল। শনিবার সকালে পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু, তারপর আচমকাই নদীর বুক থেকে সব বেদী সরিয়ে দেওয়া হয়। গ্রিন ট্রাইব্যুনালের রায়েতে বলা হয় নদীর মাঝে ঘাট ও সেতুর ২০০ মিটারের মধ্যে বালি তোলা যাবে না। কিন্তু, সেই নিয়ম না মেনে ঘাট তৈরি করা হচ্ছে। নদীর মাঝে ঘাট তৈরি করায় হঠাৎ জল বাড়লে মালবাজারের মতো ঘটনা ঘটতে পারে।

 

আরও পড়ুন - 

গণতন্ত্রকে রক্ষার আবেদন মমতার , মিডিয়া ট্রায়াল নিয়ে ক্ষোভ আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে

হ্যালোইন আতঙ্ক, সিওলে প্রবল ভিড়ে পদদলিত হয়ে মৃত ১২০ - আহত শতাধিক

জগদ্ধাত্রী পুজোতেও সারারাত মিলবে লোকাল ট্রেন, চন্দননগরের আলোকসজ্জা দেখতে আরও বাড়তে পারে যাত্রীদের ভিড়

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ