Rain forecast: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কলকাতার সঙ্গে দক্ষিণের সব জেলাতেই প্রবল বৃষ্টি

Published : Aug 01, 2023, 05:59 PM IST

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সব কটি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। 

PREV
110
সোমবার থেকেই বৃষ্টি শুরু

আহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই কলকাতা -সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস হাওয়া আফিসের।

210
প্রবল বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন, কলকাতা ও দক্ষিণবঙ্গে সব কটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

310
ঝোড়ো হাওয়ার সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। মঙ্গল ও বুধবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না।

410
মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ২৪ পরগনা, দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্ট হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েছে।

510
বৃষ্টির পূর্বাভাস

নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দুই একটি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

610
বুধবারের পূর্বাভাস

বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া ।

710
সতর্কতা জারি

এদিন হাওয়া অফিস দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

810
নিম্নচাপের অবস্থান

উত্তর - পূর্ব বঙ্গোপসাদরে অতি গভীর নিম্নচাপ রয়েছে। দিঘা থেকে ৩৩০ কিলোমিটার দূরে তা অবস্থান করছে। এদিন সন্ধ্যের মধ্যে সেটি আরও শক্তি বাড়িয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়ায় পৌঁছে যাবে।

910
মৎসজীবীদের জন্য সতর্কতা

সমুদ্র ও তীরবর্তী এলাকার মৎসজীবীরে জন্য সতর্কতা জারি করা হয়েছে ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত। বলা হয়েছে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

1010
বৃষ্টির মধ্যেও অস্বস্তি

সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তারই মধ্যে অস্বস্তি বর্তমান রয়েছে। এখনও গরমে হাঁসফাঁস অবস্থা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে।

click me!

Recommended Stories