আহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই কলকাতা -সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস হাওয়া আফিসের।
প্রবল বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন, কলকাতা ও দক্ষিণবঙ্গে সব কটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
ঝোড়ো হাওয়ার সতর্কতা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। মঙ্গল ও বুধবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ২৪ পরগনা, দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্ট হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েছে।
বৃষ্টির পূর্বাভাস
নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দুই একটি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
এদিন হাওয়া অফিস দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
নিম্নচাপের অবস্থান
উত্তর - পূর্ব বঙ্গোপসাদরে অতি গভীর নিম্নচাপ রয়েছে। দিঘা থেকে ৩৩০ কিলোমিটার দূরে তা অবস্থান করছে। এদিন সন্ধ্যের মধ্যে সেটি আরও শক্তি বাড়িয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়ায় পৌঁছে যাবে।
মৎসজীবীদের জন্য সতর্কতা
সমুদ্র ও তীরবর্তী এলাকার মৎসজীবীরে জন্য সতর্কতা জারি করা হয়েছে ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত। বলা হয়েছে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টির মধ্যেও অস্বস্তি
সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তারই মধ্যে অস্বস্তি বর্তমান রয়েছে। এখনও গরমে হাঁসফাঁস অবস্থা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে।