বাতিল হচ্ছে একের পর এক রেশন কার্ড! রেশন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র

বাতিল হচ্ছে একের পর এক রেশন কার্ড! রেশন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র

রেশন জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। দেশজুড়ে ব্যপক ভাবে মাথা চাড়া দিয়েছে রেশন দুর্নীতি। এবার দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।

ইতিমধ্য়েই বাতিল করা হয়েছে বেশকিছু রেশন কার্ড। এবার থেকে রেশন ডিলারের কাছ থেকে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। যার ফলে চিন্তায় পড়েছেন রেশন কার্ড হোল্ডারদের একাংশ। এই মুহূর্তে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড ব্লক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Latest Videos

যাদের কেওআইসি আপডেট করা হয়নি তাদের রেশন কার্ড ব্লক করছে কেন্দ্র। নিজেদের রেশন কার্ড বাঁচাতে কীভাবে ঝটপট কেওআইসি আপডেট করবেন জেনে নিন,

আগামী ৩০ জুনের আগেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের অবশ্যই e-KYC করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রেশন কার্ডের e-KYC কীভাবে করা যাবে?

e-KY করানোর জন্য গ্রাহকদের রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে নিকটবর্তী রেশন ডিলারের কাছে।রেশন ডিলাররাই কার্ডটির ইকেওইসি করিয়ে নেবেন।

তবে বাড়িতে বসেও অনলাইনে KYC আপডেটকরা যেতে পারে। কীভাবে ইকেওআইসি করবেন জেনে নিন-

প্রথমে https://food.wb.gov.in/ - এ ক্লিক করতে হবে।

Check the status of your Ration Card অপশনে ক্লিক করতে হবে।

এবার রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিক Captcha Codeদিতে হবে।

এরপর Search অপশনে ক্লিক করলেই যদি রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তাহলে কোনো চিন্তা নেই।

কিন্তু যদি কারও স্ট্যাটাস Deactivate দেখায় তাহলে অবশ্যই রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে হবে।

তার জন্য খাদ্য দফতরের পেজ থেকে Do E-KYC অপশনে ক্লিক করতে হবে।

সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক যেতে হবে।

এবার নতুন পেজ খুললে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

এরপর সার্চ অপশনে ক্লিক করার পর Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP অপশনে ক্লিক করতে হবে।

এবার মোবাইলে যে OTP আসবে সেটা দিয়ে Submit করতে হবে।

একেবারে শেষে সমস্ত তথ্য একবার চেক করে Verify and Submit অপশন ক্লিক করলেই রেশন কার্ড Active হয়ে যাবে।

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral