দীর্ঘদিন ধরে চলছে তদন্ত। ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এখনও চলছে সেই তদন্ত।
মামলার ন্যায় বিচার পেতে পথে নেমেছেন ডাক্তার থেকে সাধারণ মানুষ সকলে। দীর্ঘদিন ধরে হয়েছে প্রতিবাদ মিছিল। তবে, কোনও লাভ হয়নি।
আরজি কর কাণ্ডের ন্যায় বিচার থেকে ডাক্তারদের নিরাপত্তার মতো দশ দফ দাবি নিয়ে বর্তমানে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা।
আজ অনশনের ১০ দিন পার করল। সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি হবে আজ। কোন পথ তদন্ত, কী রিপোর্ট দেবে সিবিআই, নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, এই সব নিয়ে সকলের মনে আছে নানান প্রশ্ন।
মঙ্গলবার দুপুরে আরজি কর মামলার ষষ্ঠ শুনানি হবে। শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেখে নিন আজ উঠে আসতে পারে কোন কোন বিষয়।
আজ আলোচনা হতে পারে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে। আগের শুনানিতে কেন্দ্রীয় দলের থেকে স্টেটাস রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ফলে এবার তা নিয়ে রিপোর্ট দিতে পারে সিবিআই।
জুনিয়র ডাক্তাররা ঠিক মতো পরিষেবার কাজ করছে কি না তা নিয়ে ফের প্রশ্ন উঠতে পারে আজ।
রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ও পরিকাঠামো সংক্রান্ত কাজ কতটা এগোল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, শেষ শুনানিতে বলা হয়েছিল ১৫ অক্টোবরের মধ্যে হাসপাতগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ করতে হবে।
আরজি কর কাণ্ডের পর গড়া ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজ তদূর এগোলো তা নিয়ে মঙ্গলবার রিপোর্ট চাইতে পারে শীর্ষ আদালত।
৩০ সেপ্টেম্বর ছিল পঞ্চম শুনানি। আজ হবে ষষ্ঠ শুনানি। এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ আছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশি আইনজীবী।
এদিকে আরজি কর মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির শেষ দিনের শুনানি ছিল শনিবার।
সেদিন ৯ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ঢোকা বের হওয়ার সময় জানতে চায়।