অনশনের ১০ দিন পার, আজ আরজি কর মামলায় সুপ্রিম শুনানি, দেখে নিন উঠে আসতে পারে কোন কোন বিষয়

আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মামলার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে। অনশনের ১০ দিন পার করল। জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন। এদিকে আজ সুপ্রিম কোর্টে মামলার ষষ্ঠ শুনানি। ন্যায় বিচারের আশায় সকলে।

Sayanita Chakraborty | Published : Oct 15, 2024 9:03 AM
115

দীর্ঘদিন ধরে চলছে তদন্ত। ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এখনও চলছে সেই তদন্ত।

215

মামলার ন্যায় বিচার পেতে পথে নেমেছেন ডাক্তার থেকে সাধারণ মানুষ সকলে। দীর্ঘদিন ধরে হয়েছে প্রতিবাদ মিছিল। তবে, কোনও লাভ হয়নি।

315

আরজি কর কাণ্ডের ন্যায় বিচার থেকে ডাক্তারদের নিরাপত্তার মতো দশ দফ দাবি নিয়ে বর্তমানে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা।

415

আজ অনশনের ১০ দিন পার করল। সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি হবে আজ। কোন পথ তদন্ত, কী রিপোর্ট দেবে সিবিআই, নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, এই সব নিয়ে সকলের মনে আছে নানান প্রশ্ন।

515

মঙ্গলবার দুপুরে আরজি কর মামলার ষষ্ঠ শুনানি হবে। শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেখে নিন আজ উঠে আসতে পারে কোন কোন বিষয়।

615

আজ আলোচনা হতে পারে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে। আগের শুনানিতে কেন্দ্রীয় দলের থেকে স্টেটাস রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ফলে এবার তা নিয়ে রিপোর্ট দিতে পারে সিবিআই।

715

জুনিয়র ডাক্তাররা ঠিক মতো পরিষেবার কাজ করছে কি না তা নিয়ে ফের প্রশ্ন উঠতে পারে আজ।

815

রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ও পরিকাঠামো সংক্রান্ত কাজ কতটা এগোল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, শেষ শুনানিতে বলা হয়েছিল ১৫ অক্টোবরের মধ্যে হাসপাতগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ করতে হবে।

915

আরজি কর কাণ্ডের পর গড়া ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজ তদূর এগোলো তা নিয়ে মঙ্গলবার রিপোর্ট চাইতে পারে শীর্ষ আদালত।

1015

৩০ সেপ্টেম্বর ছিল পঞ্চম শুনানি। আজ হবে ষষ্ঠ শুনানি। এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ আছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশি আইনজীবী।

1115

এদিকে আরজি কর মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির শেষ দিনের শুনানি ছিল শনিবার।

1215

সেদিন ৯ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ঢোকা বের হওয়ার সময় জানতে চায়।

1315

সেদিন শুনানির সময় ফের উত্তেজনা তৈরি হয়েছিল। গর্জে উঠেছিল জুনিয়র ডাক্তাররা। শোনা যাচ্ছিল শ্লোগান।

1415

এদিকে এখনও চলছে অনশন। চারজন ডাক্তার অসুস্থ হয় পড়েছিলেন। কাল রাতে ফের একজন অসুস্থ হয়ে পড়েন।

1515

আজ দেখার সুপ্রিম কোর্টের শুনানি কোন পথে যায়। সঙ্গে দেখার কী রিপোর্ট দেবে সিবিআই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos