ফ্রম রাশিয়া টু মুর্শিদাবাদ! লাল বেনারসিতে বিয়ের পিঁড়িতে রুশ যুবতী। বিয়ে করলেন একেবারে বাঙালি রীতি মেনে। রাশিয়ার নোবোসিবিস্ক-র বাসিন্দা ওই যুবতী। তাঁর নাম আলেকজান্দ্রা ইভানোভা। প্রেমের টানেই ছুটে এসেছেন মুর্শিদাবাদে।
ফ্রম রাশিয়া টু মুর্শিদাবাদ! লাল বেনারসিতে বিয়ের পিঁড়িতে রুশ যুবতী। বিয়ে করলেন একেবারে বাঙালি রীতি মেনে। রাশিয়ার নোবোসিবিস্ক-র বাসিন্দা ওই যুবতী। তাঁর নাম আলেকজান্দ্রা ইভানোভা। প্রেমের টানেই ছুটে এসেছেন মুর্শিদাবাদ কান্দির ছাতিনাকান্দির তাঁতিপাড়ায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুর্শিদাবাদের যুবক ও রাশিয়ার যুবতী। পাত্রের নাম সহস্রাংশু সিংহ। বর্তমানে বেসরকারি সংস্থার কর্নধার সহস্রাংশু সিংহ।