শনিবার সকালে একটি ঘরে মিঠু মিত্র ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। সেই সুযোগ নিয়েই কাটারি নিয়ে বৌমার দিকে তেড়ে যায় শ্বশুর হেমাংশু মিত্র। তারপর ঘটল হাড় হিম করা ঘটনা।
শনিবার সকালে একটি ঘরে মিঠু মিত্র ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। সেই সুযোগ নিয়েই কাটারি দিয়ে গলায় একাধিক বার কোপ দেয় তাঁর শ্বশুর হেমাংশু মিত্র। এই দৃশ্য দেখে তার মেয়ে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ছুটে আসে বাড়িতে। স্থানীয় মানুষরা জড়ো হয়ে দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। । চিকিৎসক মৃত বলে ঘোষণা করে গৃহবধূকে। পুলিশ এসে সত্তর ঊর্ধ্ব বৃদ্ধকে গ্রেফতার করে।