উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে কড়া চেকিং, স্কুলে স্কুলে টুকলি হওয়া আটকাতে চালু হবে বিশেষ নিয়ম

স্কুলগুলিতে পরীক্ষার পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন সংসদের কর্তারা। স্পর্শকাতর কেন্দ্রগুলির তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নিচ্ছে সংসদ। 

Web Desk - ANB | Published : Jan 15, 2023 2:52 PM IST

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে ইতিমধ্যেই অনেকগুলি কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সব পরীক্ষাকেন্দ্রে লাগানো হচ্ছে সিসিটিভি। এবার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও তেমনই কড়া সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকে স্পর্শকাতর কেন্দ্রগুলি সম্পর্কে এখন থেকেই সতর্ক হতে চাইছে সংসদ, বসতে পারে সিসিটিভি। টুকলি বা প্রশ্ন ফাঁস হওয়া আটকাতে একাধিক পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে।

সূত্রের খবর, প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গের অতি স্পর্শকাতর কেন্দ্রগুলির তালিকা তৈরি থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। সেই অনুযায়ী চলে নজরদারি। সংসদ সূত্রে জানা গেছে, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবারে এই তালিকা তৈরিতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। স্কুলগুলিতে পরীক্ষার পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন সংসদের কর্তারা। রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে বিশেষ কিছু পরীক্ষা কেন্দ্রে।

পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষার্থীদের কড়া চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। বসানো হতে পারে সিসিটিভি। জেলা প্রশাসনগুলির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে সংসদ। জেলা সফরে বেরোচ্ছেন খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কথাবার্তা চলছে স্কুলগুলির সঙ্গেও। বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। ২০২২ সালে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া। এবার সেই সংখ্যা পেরিয়ে যেতে চলেছে প্রায় ৮ লক্ষ।

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২০২৩-এর ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। তবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ২ ঘণ্টা ধরে। নিরাপত্তার ঘেরাটোপ মজবুত থাকলে পরীক্ষার প্রক্রিয়া অনেকটাই স্বচ্ছ হবে বলে মনে করছে শিক্ষক মহল।

আরও পড়ুন-
‘কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা লুঠ করছে রাজ্য’, বলছে বাম-বিজেপি, ‘কেন্দ্রের টাকা দেওয়ারই ক্ষমতা নেই’, তোপ তৃণমূলের
বাংলার মানুষ বিজেপির ওপর ভরসা করছে বলেই ‘দিদির দূত’-দের ওপর বাড়ছে ক্ষোভ, মনে করছেন দিলীপ ঘোষ
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কারচুপি এড়াতে এবার বিশেষ কয়েকটি নিয়ম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ

Share this article
click me!