বনগাঁর গাইঘাটায় বিজেপির রাজ্য সভাপতির বিস্ফোরক মন্তব্য। CAA নিয়ে দিলেন মতুয়াদের বার্তা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আগামী ২৪-এর মধ্যেই সিএএ লাগু হবেই এই রাজ্যে।
বনগাঁর গাইঘাটায় বিজেপির রাজ্য সভাপতির বিস্ফোরক মন্তব্য। CAA নিয়ে দিলেন মতুয়াদের বার্তা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আগামী ২৪-এর মধ্যেই সিএএ লাগু হবেই এই রাজ্যে। সিএএ প্রসঙ্গে নদীয়ায় মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মতুয়াদের জন্য প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু রাজ্যে সিএএ হতে দেবেন না। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, 'আপনার জীবনের মূল্য এক পয়সাও নেই। আমরা চাই আপনি ১০০ বছর বাঁচুন। তবে সিএএ করবে কেন্দ্রীয় সরকার, আর আগামী ২০২৪-এর মধ্যেই সিএএ লাগু হবেই। মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না।'