'দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে, বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে' নির্বাচনী প্রচারে এসে মমতা-অভিষেককে চরম কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।
'দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে, বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে' নির্বাচনী প্রচারে এসে মমতা-অভিষেককে চরম কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি দুর্নীতি ইস্যুতে তৃণমূলের নেতা মন্ত্রীদের এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি। দেখুন কী বললেন সুকান্ত মজুমদার।