মথুরাপুরে সুকান্ত মজুমদার । মোদীর কাজের প্রচারপত্র বিলি করেন বিজেপি নেতা । কথা বললেন পথচলতি মানুষের সঙ্গে ।
মথুরাপুরে সুকান্ত মজুমদার । বিজেপি সাংগঠনিক কাজে সফরে, কথা বললেন পথচলতি মানুষের সঙ্গে । টোটো চালকের হাতে তুলে দেন প্রচার পুস্তিকা । তাদের খোঁজ খবর নেন সুকান্ত মজুমদার । মোদীর কাজের প্রচারপত্র বিলি করেন বিজেপি নেতা, প্রবল রোদের মধ্যেই দলের প্রচারে ব্যস্ত রাজ্যসভাপতি । লোকসভার প্রচার শুরু বিজেপির ।