'অধীর চৌধুরীর বারবার ডাকার সত্ত্বেও বাংলায় প্রচারে আসেনা সোনিয়া-রাহুল' নির্বাচনী প্রচারে এসে নিজেই উত্তর দিলেন শুভেন্দু অধিকারী।
'অধীর চৌধুরীর বারবার ডাকার সত্ত্বেও বাংলায় প্রচারে আসেনা সোনিয়া-রাহুল', 'কারন তাঁরা বাংলায় এলে ইন্ডি জোটের পিণ্ডী চটকে যাবে', রায়গঞ্জ বিধানসভার উপ নির্বাচনের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর।