ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করলেন মালদহের চাঁচল কলেজের শিক্ষিকা ইন্দ্রানী সরকার । তার স্বামী পঙ্কজ কান্তি সরকার জানিয়েছেন চুল কেটে ফেললেও এতটুকু সৌন্দর্য কমেনি স্ত্রীর, বরং গৃহীনীর সিদ্ধান্তের প্রশংসাই করেছেন তিনি।
ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করলেন মালদহের চাঁচল কলেজের শিক্ষিকা ইন্দ্রানী সরকার | মানবিকতার নজির গড়ে শিক্ষিকার এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই | সকল নারীর সৌন্দর্যের কথা ভেবে স্ব-ইচ্ছায় চুল দান করলেন তিনি | অর্ধাঙ্গীনীর সিদ্ধান্তে খুশি শিক্ষিকার স্বামীও | আপ্লুত চাঁচল কলেজের অধ্যক্ষ অজিত বিশ্বাসও |