হাতির দলটি প্রতিদিনই ভুটানে চলে যায় । এদিন জলপাইগুড়ির নাগরকাটার ধরনিপুর চাবাগান থেকে বের হয়ে জাতীয় সড়ক পারাপার করে একপাল বুনো হাতির দল ।
হাতির দলটি প্রতিদিনই ভুটানে চলে যায় । এদিন জলপাইগুড়ির নাগরকাটার ধরনিপুর চাবাগান থেকে বের হয়ে জাতীয় সড়ক পারাপার করে একপাল বুনো হাতির দল । বনকর্মীদের চেষ্টায় হাতির দলটিকে ফেরানো হল ডায়না জঙ্গলে | বনকর্মীরা জানায় ঐ হাতির দলটি গত বুধবার সন্ধ্যায় ভুটানে চলে গিয়েছিল | এদিন ফিরে আসতেই অফিসার স্বপন সেনের নেতৃত্বে এই হাতির দলটিকে ডায়না রেঞ্জের জঙ্গলে ঢোকানো হয়েছে |