জলপাইগুড়ির কঁচুয়া বোয়াল মারি এলাকার ছড়িয়ে পড়ে চিতা বাঘের আতঙ্ক । বন দপ্তর চিতা বাঘ বন্দি করতে খাঁচা পাতলেও সেই খাঁচা মুখো হয়নি বাঘ মামা ।
শুক্রবার জলপাইগুড়ির কঁচুয়া বোয়াল মারি এলাকার ছড়িয়ে পড়ে চিতা বাঘের আতঙ্ক | স্থানীয়দের দাবি একটি গর্ভবতী ছাগলকে মেরে ফেলেছে ওই চিতা | বন দপ্তর চিতা বাঘ বন্দি করতে খাঁচা পেতেছে গ্রামে | তবে শনিবার সকাল পর্যন্ত সেই খাঁচা মুখো হয়নি বাঘ মামা | চিতা বাঘের আতঙ্ক নিয়ে সাবধানে কৃষি কাজ করছেন কৃষকেরা |