ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, এই গানে একই সঙ্গে নাচ ও গান করে মন মাতালো চার বছরের শ্রিয়া। শ্রীরামপুর বইমেলার মঞ্চ মেতে উঠল ক্ষুদের পারফরম্যান্সে।
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়। এই গানে একই সঙ্গে নাচ ও গান করে মন মাতালো চার বছরের শ্রিয়া। হুগলি জেলার শ্রীরামপুরের এই ক্ষুদের গানে তো মন ভরলই দর্শকদের। সেই সঙ্গে গান গাইতে গাইতে রীতিমত কোমর দুলিয়ে নাচতে থাকে সে। শ্রীরামপুর বইমেলার মঞ্চ মেতে উঠল ক্ষুদের পারফরম্যান্সে।