দক্ষিণ ২৪ পরগনা নারায়ণপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে তাঁর বাড়ির লোকজন বিবাহ বন্ধনের আবদ্ধ করার জন্য যখন ব্যস্ত ছিল তখনই কাকদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার করে সেই নাবালিকাকে।
দক্ষিণ ২৪ পরগনা নারায়ণপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে তাঁর বাড়ির লোকজন বিবাহ বন্ধনের আবদ্ধ করার জন্য যখন ব্যস্ত ছিল তখনই কাকদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার করে সেই নাবালিকাকে। পুলিশ ওই নাবালিকা মেয়ের মাকে গ্রেফতার করে বলে জানা যায়। এর পাশাপাশি যেই ছেলের সঙ্গে বিয়ে হচ্ছিলো তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।