ঝাড়গ্রাম থেকে লোধাশুলি পর্যন্ত ১৪ কিলোমিটার রাজ্য সড়কের বেহাল দশা, ফলে সমস্যায় পড়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বাইক চালক থেকে সাধারণ মানুষ।
বেহাল অবস্থা ঝাড়গ্রাম থেকে লোধাশুলি পর্যন্ত রাজ্য সড়কের | ওই রাস্তা দিয়ে নিয়মিত বালিগাড়ি সহ বহু অভার লোড গাড়ি যাতায়াত করে | সমস্যায় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বাইক চালক থেকে সাধারণ মানুষ | রাস্তা খারাপ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে | রাস্তা বেহাল হওয়ার সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের টনক নড়েনি |